নেত্রকোনার কেন্দুয়া উপজেলার উদীচী সংসদের আয়োজনে ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৯অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে র্যালি পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উদীচী সংসদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় এবং সভাপতি লেখক ও গবেষক রাখাল বিশ্বাসের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উদীচীর উপদেষ্টা রণেন সরকার, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদীচীর সহসভাপতি মোখলেছুর রহমান বাঙ্গালী, সহ সম্পাদক বজ্রদুলাল রায়,সাংস্কৃতিক সম্পাদক অনুকুল সরকার প্রমুখ।
শেষে উদীচীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন।