শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
দুর্গাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআন শরীফ দিলেন রিকশাচালক তারা মিয়া
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:০৭ PM
নেত্রকোনার দুর্গাপুরে একটি মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীকে কোরআন শরীফ কিনে দিয়েছেন রিকশা চালক তারা মিয়া। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার  ফজলুল উলুম কারিমীয়া খরশ মাদ্রাসার ২০ জন দরিদ্র শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেন তিনি। 

এ-সময় মাদ্রাসার শিক্ষা সচিব মাও.ওসমান গনি,মোহতামিম  মাও.জাকারিয়া আল হোসেন,সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, রাজেশ গৌড়, আল নোমান শান্ত ,প্রধান হাফেজ মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রিকশাচালক তারা মিয়ার বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের চকলেংগুড়া গ্রামে। তিন ভাই এর মধ্যে সবার বড় তারা মিয়া। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। স্ত্রী,সন্তান আর বৃদ্ধ বাবা-মা নিয়ে ছয় জনের সংসার। ব্যাটারী চালিত রিকশার আয় থেকে সংসার চালাচ্ছেন তিনি। অভাব তার নিত্যসঙ্গী। তারপরও তার স্বপ্ন অস্বচ্ছল ছেলে মেয়েদের পাশে দাড়ানোর।

জানতে চাইলে রিকশা চালক তারা মিয়া জানান, গত প্রায় সাত বছর যাবত রিকশা চালিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের বই,খাতা,কলমসহ নানান শিক্ষা উপকরণ দেন। অভাবের সংসারের দারিদ্রতার কারনে ছোটবেলায় লেখাপড়া করতে পারেননি বিধায় দরিদ্র শিক্ষার্থীদের এ সহযোগিতা করেন বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত