শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
টঙ্গীতে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:১২ PM
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের খুঁটি নিয়ে বিরোধের জেরধরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে টঙ্গীর শালিকচুড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় বাসার দরজা ও আসবাবপত্র ভাংচুর করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই দিন সন্ধ্যায় তিনজনকে অভিযুক্ত টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী হোসনা বেগম।

অভিযুক্তরা হলেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী ও যুবলীগ নেতা আজিজ উরফে আব্দুল আজিজ (৪২), তার দুই ছেলে জয় (২২) ও সায়েম (১৮)। তারা সকলে শালিকচুড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সুত্রে জানা যায়, আর্থিক লেনদেনের সুত্র ধরে দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত আজিজের সাথে বিরোধ চলে আসছিল হোসনা বেগমের। সেই বিরোধের জের ধরে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি বাড়ির বিদ্যুৎসংযোগ নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হলে অভিযুক্তরা সোমবার দুপুরে জোরপূর্বক হোসনার বাসায় ঢুকে দরজা ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাসায় আলমারিতে থাকা চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

এবিষয়ে অভিযুক্ত আজিজ বলেন, আমি গতকাল বাড়িতে ছিলাম না। বিদ্যুতের পিলার বাবদ তাদের কাছে কিছু টাকা পাওনা আছি। আমার ছেলে সেই টাকা চাইতে গিয়েছিল।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত