শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
টঙ্গীতে যুবলীগের মোটরবাইক মহড়া
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:২৫ PM আপডেট: ৩১.১০.২০২৩ ৭:০৯ PM
বিএনপি জামাতের ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসুচীর প্রথম দিনে টঙ্গীতে মোটর বাইক মহড়া করেছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে শুরু হওয়া এই শান্তি মিছিলটি দুপুর দেড়টার দিকে টঙ্গীতে প্রবেশ করে। এসময় মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ প্রদক্ষিন করে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে পুনরায় সদরে ফিরে যায়।

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাতসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবলীগের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের কালেজ গেট, চেরাগ আলী মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন শাখা সড়কে অবস্থান নেয় তারা। সকাল সাড়ে দশটার দিকে টঙ্গীর নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

এসময় মিছিলের নেতৃত্বদেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এতে আরো উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন আওয়ামীলীগ নেতা খালেদ সাইফুল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মঞ্জুর, লিটন প্রধান, হুমায়ুন কবির বাপ্পি, যুবলীগ নেতা জসিম মাদবর, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত