লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামাত, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ ।
মঙ্গলবার (৩১) অক্টোবর বিকেলে হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বিক্ষোভ সমাবেশেটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগেআওয়ামী লীগের সভাপতি জরজিজ আলম দরদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু এবং প্রধান বক্তা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।এছারা আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাজন,সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল,টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক রওশন আলম খাঁন মানিকের, যুগ্ন সম্পাদক দিলিপ সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল,সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরল আমিন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, বিএনপি, জামাত হরতালের নামে অগ্নি সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে। সাংবাদিকদের উপরে হামলা ও পুলিশের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যাতে না চালাতে পারে তাই সব সময় ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবো।