মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ঝটিকা মিছিল
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৫:৫১ PM
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল বের করেছে সমর্থকরা। এছাড়া অবরোধে জেলায় কোনো প্রভাব পড়েনি। ৩১ অক্টোবর, মঙ্গলবার শহরের পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।

ঝটিকা মিছিল শেষে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ। এ সময় বক্তারা মহাসমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি। দূর পাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক। জেলার সড়কগুলোতে অভ্যন্তরীণ বাসসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোনো প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত