মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ১:২৯ PM আপডেট: ০২.১১.২০২৩ ১:৫৯ PM
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ধামরাই-২০ আসনে প্রার্থী হতে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়তে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাদ্দেস হোসেন। পদত্যাগপত্র সোমবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে জমা দেন। 

 তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন,আমি ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে না পারায় স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক আমি। আমার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মোহাদ্দেছ হোসেন বলেন, আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন তিনি। মনোনয়ন পেলে প্রতিপক্ষ যাতে তার পদত্যাগ নিয়ে কোনো ঝামেলা না করতে পারে, এ কারণে তপশিল ঘোষণার আগেই তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দলীয়ভাবে জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ঢাকা জেলা সহসভাপতি মিজানুর রহমান। বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মোহাদ্দেছ হোসেন।

বিদ্রোহী প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তাকে উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছিল। ওই সময় তিনি ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ধামরাই সরকারি কলেজের ভিপি, ধামরাই হার্ডিঞ্জ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে মোহাদ্দেছ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত