চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে তার সাথে থাকা তার বন্ধু আহত হয়।
রোববার দুপুর একটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কলেজছাত্র হলেন মোহাম্মদ জোবায়ের (১৮) কুমিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড়ের মোল্লাপাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র । আহত তার বন্ধুর নাম হৃদয় (১৯) একই এলাকার মোহাম্মদ। ফারুকের পুত্র। তাদের বাড়ি উপজেলার কুমিরা মোল্লাপাড়া এলাকায়। তাদের দু’জনই ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জোবায়েরের নিহতের বিষয়টি নিশ্চিত করেন ০৭ কুমিরা ইউনিয়ন পরিষদের (সদস্য) ১ নং ওয়ার্ড়ের মেম্বার মোহাম্মদ সালাহ উদ্দীন।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুরে কলেজ ছুটি শেষে দুই বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় যাওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেল চালিয়েছে হৃদয়। তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা জোবায়েরকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিং জানান, মোটরসাইকেল দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কলেজ ছাত্রের মৃত্যু খবর শুনেছি। তবে, আমাদের এ বিষয়ে কিছুই জানা নেই। ওই কলেজছাত্রের দুর্ঘটনার কোন তথ্য আমরা পাইনি।