বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
রাজবাড়ীতে বাস চালকের আত্মহত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:০০ PM
রাজবাড়ীতে সিলিং ফ্যানের সাথে ঝুলে শহীদ (৪৫) নামে এক বাস চালক আত্নহত্যা করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে।

জানাগেছে, ৫ই নভেম্বর বেলা ৩টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পরিবার ও স্থানীয় লোকজন। নিহত শহীদের স্ত্রী সহ দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

নিহত শহীদের স্ত্রী শাহানা জানান, ৩-৪ দিন পর বাড়ীতে আসেন তার স্বামী । দুপুরের খাবার দিয়ে বাইরে কাজ করছিলাম। আধাঘন্টা হবে ঘরে দেখি ফ্যানের সাথে ঝুলতে দেখি স্বামীকে ,পরে ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে গলায় পেঁচানো তার কেটে নিচে নামানো হয়। পরে দেখি সে মারা গেছে। কি কারনে সে আত্নহত্যা করেছে বলতে পারেনি পরিবারের কেউ।  শহীদের আত্নহত্যায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শহীদের বাড়ীতে মরদেহ দেখতে এসে রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি তোফাজ্জেল হোসেন তোকাই জানান, শহীদ ঢাকা -চিটাগাং শ্যামলী বাসের চালক ছিলেন ,পরে ঢাকা -কুষ্টিয়া গোল্ডেন লাইনের বাস চালাতো । কিছুদিন রাজবাড়ী-ঢাকা গামী রাবেয়া পরিবহন চালাতো। হঠাত করে তার মৃত্যুতে খুবই কষ্ট লাগছে । আমরা গভীর শোক প্রকাশ করছি।

রাজবাড়ী সদর থানার এস আই মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত