চট্টগ্রামের মাঝির ঘাট-গুদাম শ্রমিকদের উদ্যোগে দেশে হরতাল-অবরোধের নামে চালানো ধ্বংসলীলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (৬ নভেম্বর) মাঝিরঘাট এলাকায় বিভিন্ন ঘাট ও সড়কে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন মাঝির ঘাট গুদাম শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাজা মিয়া হাওলাদার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাট-গুদাম শ্রমিক লীগের উপদেষ্টা ও সদরঘাট থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জনাব সাজ্জাদ হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সংগঠক মোস্তফা কামাল টিপু।
শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের জীবন জীবিকার পথ বন্ধ করা হরতাল-অবরোধ শ্রমিক সমাজ মেনে নেবে না৷ দেশের শ্রমজীবী মানুষের রক্ত ঘামের উপার্জনে কোটি পরিবার নির্ভর করে। একই সাথে এই শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি৷ এই শক্তিকে থামিয়ে দিতে বিএনপি-জামায়াত দেশব্যাপী হরতাল-অবরোধের নামে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এসবকে সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে৷
শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে মাঝির ঘাটের বিভিন্ন ঘাটে কর্মরত শ্রমিক লীগ লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷