মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কেন্দুয়ায় "মুক্তিযোদ্ধা হত্যা দিবস" পালন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১:৪২ PM আপডেট: ০৭.১১.২০২৩ ১:৫৪ PM
নেত্রকোনার কেন্দুয়ায় রাজনীতির সবচেয়ে সমালোচিত ৭ নভেম্বর "মুক্তিযোদ্ধা হত্যা দিবস" পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে "মুক্তিযোদ্ধা হত্যা দিবস"পালন উপলক্ষে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা।

কামরুল হাসান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং সৈনিক ও অফিসার হত্যা দিবস। এটি আসলে"মুক্তিযোদ্ধা হত্যা দিবস"। বিএনপি এই দিনকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও প্রকৃতপক্ষে ১৯৭৫ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যা করা হয়েছিল। 

এমনকি যে কর্নেল তাহের বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন, সেই পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকেও জিয়া পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির অভ্যুদয়, তারা এদিনটি যেভাবে পালন করে, তাতেই প্রমাণ হয়,এদিনই জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। জিয়াউর রহমান শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করাই নয়, সেই ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনা,নৌ ও বিমান বাহিনীর অফিসার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিলেন।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী সহ সভাপতি শাহজাহান ভূঁইয়া, ইসলাম উদ্দিন, শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক,শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো.ছিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম জুয়েল, কৃষকলীগের আহবায়ক ফণী ভূষণ মাধু, শ্রমিকলীগের সভাপতি মো.শফিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম মহসিনসহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত