বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
শ্রীমঙ্গল সরকারি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ২:৫২ PM
৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের শুভ উদ্বোধন হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি  উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নবনির্মিত ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান  ভানু লাল রায়, উপাধ্যক্ষ প্রফেসার রফি আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রফেসার সাইয়্যিদ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান জানান, ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে শ্রীমঙ্গল সরকারি কলেজের ৬ তলা এ ভবনটি নির্মান করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত