মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিলে অর্থ পুরস্কার ঘোষণা কেএমপির
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১:১৯ PM
অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নি-সংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। 

বুধবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা সন্ত্রাসী, নাশকতাকারী, জনগণের জানমালের ক্ষতি সাধন এবং অগ্নি-সংযোগ করে তারা দেশ ও জাতির শত্র“। সরকারি সম্পত্তি বিনষ্ট করা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এই ধরনের অপরাধে তথ্য প্রদানের জন্য ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স পুরস্কার ঘোষণা করেছে। গাড়িতে অগ্নি-সংযোগ বা ভাঙচুরের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ নাশকতাকারীর তথ্য প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকেও অগ্নি-সন্ত্রাস ও নাশকতাকারীকে ধরিয়ে দিতে পারলে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

যে কোন সমস্যায় নিকটস্থ থানার ডিউটি অফিসার ও জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করলে সাথে সাথে পুলিশ আপনাদের নিরাপত্তায় উপস্থিত হবে অথবা Hello KMP তথ্য দিতে পারবেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত