মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১:১৮ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক সংগঠন এসপিসিজি (শর্ট পিচ ক্রিকেট গ্রাউন্ড) কমিউনিটি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করে আসছে ২০১৮ সাল থাকে। দেশের দূর দুরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ্রগ্রহণ করেন এই বিশাল মিলনমেলা ও খেলা আয়োজনে।

এবারের আয়োজনে মোট ৫টি দল অংশগ্রহণ করছে।

প্রত্যেক দলের নাম জাতীয় কবি কাজী নজরুলের কৃতকর্ম ও সৃষ্টির সঙ্গে সংযোগ স্থাপন করে রাখা হয়েছে। এবারের এই চতুর্থ আসরে দল হিসেবে থাকছে- সাম্যবাদী স্ট্রাইকার্স, বাঁধনহারা ব্লাস্টার্স, ধুমকেতু ড্রিমার্স, চক্রবাক চ্যালেঞ্জার্স ও অগ্নিবীণা এভেঞ্জার্স।

দলের ক্যাপ্টেন হিসেবে থাকছেন যথাক্রমে  রিষাদ তালুকদার (৯ম ব্যাচ- এইচআরএম), ওমর ফারুক (৯ম ব্যাচ- এইচআরএম), হায়দার আলি খান রনি (৯ম ব্যাচ- এইচআরএম), তালহা হাসান (৯ম ব্যাচ- অর্থনীতি), সারোয়ার জাহান শাওন (৯ম ব্যাচ- ফিন্যান্স এন্ড ব্যাংকিং)। মোট ১০টি ম্যাচে ৫ টিমের মধ্যে ২টি টিম ফাইনালের জন্যে কোয়ালিফাই করবে। এক দিনব্যাপী এই টুর্নামেন্টের ম্যাচ শুরু হবে ১০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে।

আয়োজনটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা কালের কণ্ঠ। আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ক্লেমন, পাওয়ার্ড বাই স্পন্সর ঘড়ি ডিটারজেন্ট, গিফট পার্টনার-আরশিলতা, স্ন্যাক্স পার্টনার-মেঘনা বাটার বান, ফটোগ্রাফি পার্টনার-মুন ফটোগ্রাফি, টিভি মিডিয়া পার্টনার-এখন টিভি, মিডিয়া পার্টনার-জাককানইবি সাংবাদিক সমিতি, জাককানইবি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরাম, লজিস্টিক্স পার্টনার- ফ্রাইডে গেজেট, অনফিল্ড কাভারেজ পার্টনার-ডাগ আউট ও অনিক জাবের এবং ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে জাককানইবি ক্যারিয়ার ক্লাব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত