নীলফামারীর ডোমার উপজেলায় সোয়া পাঁচ কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তার সাড়ে তিন কিলোমিটার এইচবিবি ও একটি গার্ডার ব্রীজ এবং চারটি বক্স কালভার্টের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১২নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়ায় প্রথমে একটি রাস্তার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। উপজেলা দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আয়োজনে এরপর ভোগডাবুড়ী ও সদর ইউনিয়নে রাস্তা, ব্রীজ ও কালভার্টের উদ্বোধন করেন প্রধান অতিথি।
ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুত বলেন, ভোগডাবুড়ী, পাঙ্গাঁ মটুকপুর ও সদর ইউনিয়নে ৩.৫ কিমি এইচবিবি রাস্তা ২কোটি ৯৫লক্ষ ৭৬হাজার ৬শত টাকা এবং ভোগডাবুড়ী, বোড়াগাড়ী ও সদর ইউনিয়নে একটি গার্ডার ব্রীজ ও চারটি বক্স কালভার্ট ২কোটি ২৬লক্ষ ৮৪হাজার ৭৫৪টাকা ব্যয় ধরা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, পাঙ্গাঁ মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আফতাব উদ্দিন সরকার এম.পি বলেন, সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন ছড়িয়ে পড়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে এইচবিবি রাস্তা হচ্ছে। পাকা স্কুল হয়েছে। আরো একটি পাকা ভবন হবে।