নীলফামারীর সৈয়দপুরে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন (সুভা) -এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের চত্বরে দিবসটি উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়, দুস্থ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংগঠনটির প্রধান উপদেষ্টা ফয়সাল রায়হান। দিনব্যাপী কর্মসূাচতে স্কুল-কলেচের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীসহ সাড়ে ৩০০ ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরে মেধাবী দুই গরিব শিক্ষার্থীর হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও ফয়সাল রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সানজিদা বেগম লাকী, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উপদেষ্টা শিউলি বেগম, আমিরুজ্জামান, এমআর আলম ঝন্টু, সদস্য বিথী ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. হাফিজ উদ্দিন জানান, সৈয়দপুরে রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন। এরমধ্যে উপজেলা প্রশাসনের মথ্যস্থতায় ২৩টি সংগঠন নিয়ে ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়। হাসপাতালে সেবা প্রদান, ট্রাফিক পুলিশ যানজটে সহযোগিতা প্রদান, বাল্য বিয়ে ও মাদক বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে সকলের নজরে এসেছে সুভা।