ঢাকার ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন সুচি রানী সাহা। রবিবার দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নবাগত সহকারী কমিশনার সুচি রানী সাহার যোগদান উপলক্ষে ধামরাই উপজেলা অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ৮ নভেম্বর এসিল্যান্ড ধামরাই হিসেবে পদায়ন পান। এর আগে তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
সুচি রানী সাহার গ্রামের বাড়ি ঝিনাইদাহ জেলা। নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহা জানান, আশা করছি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারবো। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো।