বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
শ্রীপুরে রেল ব্রিজে অবরোধকারীদের আগুন
শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৬:২৬ PM
গাজীপুরের শ্রীপুরে রেল ব্রিজে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ব্রিজের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। পুড়ে যাওয়া স্লিপার দিয়েই ঝুঁকি নিয়ে পার হয়েছে দুটি ট্রেন।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের গোলাঘাট এলাকার মাটিকাটা নদীর রেল ব্রিজে রোববার (১২ নভেম্বর) শেষ রাতে আগুন দেয় অবরোধকারীরা। রেলওয়ে সংশ্লিষ্টরা রাতের পাহাড়ার সময় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে।  

এরই মধ্যে সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন দুটি ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়েই অতিক্রম করেছে।

কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় দায়িত্বে থাকা মিস্ত্রী মো. সোহেল মিয়া বলেন, আমাদের রেলওয়ের কয়েকজন কর্মচারী নিয়মিত রেললাইন পাহাড়া দিচ্ছে। ভোররাতে ব্রিজে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে রেল ব্রিজের পাঁচটি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ার ফলে ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে পুড়ে যাওয়া স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়েছে।
 
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, রেল সেতুতে অবরোধকারীরা ভোর রাতে আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত