বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ইন্দোবাংলা আন্তর্জাতিক বধির ক্রিকেট ফাইনাল
বধির জনগোষ্ঠী পড়ালেখার পাশাপাশি মেধার বিকাশ ঘটাচ্ছে : রুহেল
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৮:১৫ PM আপডেট: ১৩.১১.২০২৩ ৮:১৭ PM
চট্টগ্রাম বধির ক্রিকেট এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত হল ইন্দো-বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে পশ্চিম বঙ্গ বধির সংঘ চট্টগ্রাম বধির টিমকে হারিয়ে ট্রফি জিতে নেয়। 

চট্টগ্রামের সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব রহমান রুহেল। 

প্রধান অতিথির বক্তব্যে রুহেল বলেন, একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা দেখিয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন তাক লাগিয়ে দিয়েছে। এই আয়োজনের মাধ্যমে তারা এটা দেখাতে সক্ষম হয়েছে বাক, শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ পেলে উন্নয়নের মূল স্রোতে তারা অবদান রাখতে পারে।  

তিনি আরো বলেন, “আগে বাড়িতে আত্মীয় বেড়াতে আসলে প্রতিবন্ধী বাচ্চাদের লুকিয়ে রাখা হতো। সাম্প্রতিক সময়ে বধির,বাকপ্রতিবন্ধীদের প্রতি মানুষের পাল্টাতে শুরু করে।  দেশে এখন প্রতিবন্ধী সুরক্ষা আইন পাশ হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও তারা বেশ ভালো করছে।”
 
ইন্দো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট দুই দেশের বাক  প্রতিবন্ধীদের সক্ষমতা যেমন সমৃদ্ধ করবে একই ভাবে দুই বন্ধু দেশের মাঝে সম্প্রীতি আরো মজবুত করবে বলে আশাবাদ প্রকাশ করেন  মাহবুব রহমান রুহেল।
 
পরে ফাইনালে ম্যাচে অংশগ্রহণকারী ইন্দোবাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট এর দুই দলের মাঝে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ৷ এসময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সিজিকেএস সহসভাপতি  লায়ন দিদারুল আলম চৌধুরী সহ দুই দলের উর্ধতন কর্মকর্তা, খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত