শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত ১ জনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সোমবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত ১ জন এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় ১ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির বাশার এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামী নিতাই মালাকার।
আসামীদ্বয়কে আজ মঙ্গলবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালত প্রেরন করা হয়।