মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ময়মনসিংহের ১২২ অবকাঠামো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৩:২৫ PM
দেশব্যাপী উন্নয়ন প্রকল্প উদ্বোধনের অংশ হিসেবে মঙ্গলবার খাদ্য মন্ত্রালয়ের আওতায় নির্মিত ময়মনসিংহ স্টিল রাইস সাইলোসহ জেলার মোট ১২২টি অবকাঠামো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ২৫ শয্যা বিশিষ্ট ময়মনসিংহ সরকারি শিশু পরিবার (বালক) শান্তি নিবাস, ময়মনসিংহের ধোবাউড়া সাব-রেজিস্ট্রি অফিস ভবন, গফরগাঁওয়ের কান্দিপাড়া সাব-রেজিস্ট্রি অফিস ভবন, গফরগাঁও, মুক্তাগাছা ও ফুলপুর উপজেলায় পৃথক ৩টি শেখ ‘রাসেল মিনি স্টেডিয়াম’, ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ভবনসহ ১০৯টি স্থাপনার দ্বার উন্মোচন করেন তিনি। ময়মনসিংহ এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১০৯টি, গণপূর্ত, স্বাস্থ্য, খাদ্য, সমাজসেবা অধিদপ্তরের ১৩টি অবকাঠামো।

মঙ্গলবার সকালে গণভবন থেকে দেশের ৬৪ টি জেলা প্রশাসকের কার্যালয়সহ ১০১টি প্রান্তে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয়ভাবে ময়মনসিংহ স্টিল রাইস সাইলো ভেন্যুটি যুক্ত হয়। এ উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর সিএসডি ক্যাম্পাস প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারীদের সাথে মতবিনিময় করেন।

ময়মনসিংহ প্রান্তে যুক্ত থেকে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এক খালিদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ মঈনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, প্রকল্পের উপকারভোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ গণ্যমান্য আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ যাত্রায় প্রধানমন্ত্রী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ হাজার ৩৯৭টি গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর ও ৫ হাজার ৩৬০ টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করেন। এর মাধ্যমে মোট ৩২টি জেলার ৩৯৪ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি। আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮ লক্ষাধিক পরিবারের ৪২ লক্ষ ৮০ হাজার মানুষ উপকৃত হয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত