বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ বুধবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককবির হোসেন, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মিনু রাণী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ প্রমুখ।