আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে পটুয়াখালীর দশমিনায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। সাথে সাথে নেতাকর্মীরা নৌকা নৌকা বলে উপজেলার নলখোলা বন্দর এলাকায় দলটির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শুরু স্থলে এসে শেষ হয়।
আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এদিকে তফসিল ঘোষণাকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।