সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
হাজীগঞ্জে ট্রাকে আগুন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১:৩৪ PM
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ১৬ নভেম্বর ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকায় চাঁদপুর-১ পল্লীবিদ্যুতের সামেনে দূর্বৃত্তরা পেট্রোল বোমা দিয়ে ট্রাকদিয়ে জ্বালিযে দেয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩টির দিকে মুখে মুখেশ লাগিয়ে ১০/১২ জন যুবক ট্রাকটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা পুলিশের সহযোগিতায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ট্রাকটি কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছিল।

ট্রাকের চালক শাহিন বলেন, গভীর রাতে হঠাৎ করে চলন্ত ট্রাকে পেট্রোল বোমার বোতল ছুঁড়ে মারে। আমি ও হেলপার লাফিয়ে নিচে পড়ি। তৎক্ষণিক এলাকাবাসি এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত