শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
উত্তরা আধুনিক মেডিকেল কলেজে স্বাচিপ'র আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:৪৩ PM
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ডা. আহসান মোহাম্মদ হাফিজকে আহ্বায়ক ও ডা. মোঃ সালেহীন সাদকে সদস্যসচিব করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ৯ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৫ নভেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ-এর সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান (মিলন) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্যরা হলেন, (যুগ্ম-আহবায়ক) ডা. বীজন কুমার সাহা , ডা. মোঃ মাসুদ আলম (ডলার), ডা. মোঃ মামুনুর রশিদ (সানি)। 

সদস্যরা হলেন, ডা. তাপস চক্রবর্তী, ডা. রাশিমুল হক রিমন, ডা. জাফর আহমেদ, ডা. জাকির হোসেন সবুজ, ডা. তাসমিয়া আবেদ ও ডা. রিদওয়ান বিন-নুর (অলিন্দ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিসত্ত্বর সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত