টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মুক্তার হোসেন (৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লোকমান হোসেন।
নিহত মুক্তার ১নং দেউলাবাড়ি ইউনিয়নের দয়াকান্দি গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে একটি বেসরকারি এনজিও বুরো বাংলাদেশ এর সহকারি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তার মানিকগঞ্জ বুরো বাংলাদেশ এর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে সন্ধ্যার দিকে নিজের বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহি ট্রাককে পিছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এ সময় চালকসহ মটরসাইকেল সরাসরি ট্রাকের পেছনে ঢুকে মাথা,মুখ ও বুকে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যূ হয়। মুক্তারের একটি ৪ বছরের অবুঝ কন্যা সন্তান সহ মা,বাবা,ভাই,বোন ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।মুক্তারের মৃত্যূতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।