সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কালচারাল একাডেমিতে নানা আয়োজনে নবান্ন উৎসব পালিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ২:১১ PM
এসো মিলি সবে নবান্নের উৎসবে- এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয় । 

আলোচনা সভায় একাডেমি নৃত্যু শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় ও একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া,  চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন চক্রবর্তী,  দুনিয়া মামুন,  হিমু পাঠাগার সভাপতি মাসুদ রানা প্রমুখ। 

বক্তারা বলেন, বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালন হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য। অগ্রহায়ণের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এ উৎসব। এ উৎসবের ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান বক্তারা  

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রাম বাংলার সাংস্কৃতিক চিত্র তুলে ধরেন কালচারাল একাডেমির শিল্পীরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত