পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ক্ষতিগ্রস্ত গাছ কাটতে গিয়ে মো. নাসির উদ্দীন হাওলাদার (৪৫) নেমে এক শ্রমিক মৃত্যু হয়েছে। পরে ফায়ারসার্ভিস এসে তাকে উদ্ধার করেন।
শনিবার সকালে উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন হাওলাদার দশমিনা সদর ইউনিয়নে বেগম আরেফাতুনেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়র এলাকায় বাসিন্দা।
জানা যায়, গত রাতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. হাদি প্যাদার ঘরের উপর তার প্রতিবেশীর একটি গাছ হেলে পড়ে। ঘটনার দিন সকালে হেলে পড়া ওই গাছটি কাটতে ওঠেন ওই শ্রমিক নাসির উদ্দীন হাওলাদার। এসময় ওই গাছটির সঙ্গে অন্য একটি নারিকেল গাছের সঙ্গে চাপা পড়েন তিনি। পরে দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই শ্রমিককে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করেন।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের করা হয়েছে।