শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে হামলার ঘটনায় শাস্তি দাবি করেছে ইবি বঙ্গবন্ধু পরিষদ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৪:১৩ PM
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুষ্কৃতিকারীদের ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ। 

আজ শনিবার শাখা বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে বলেন, গত বৃহস্পতিবার রাতে বিএনপি-জামাতের অযৌক্তিক হরতালের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যারা হঠাৎ ককটেল ছুঁড়ে মেরেছে তারা স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি বলে আমরা মনে করি। 

এ ধরনের চোরাগুপ্তা হামলার মতো হীন কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের মনোযোগ আকর্ষণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপর আকস্মিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত