মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
৯ বছর পর মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে ফিরে পেল পরিবার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:৫৬ PM
প্রায় ৯ বছর ধরে রাস্তার পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে নীলফামারী ডিমলা থানা পুলিশ। 

৭০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম সুফিয়া খাতুন। শুক্রবার সন্ধ্যায় সুফিয়াকে তাঁর ছেলে বাবুল হোসেন  ও মেয়ে ফাতেমা আক্তারের কাছে হস্তান্তর করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়। 

সুফিয়া খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রামের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় ৯ বছর ধরে নিখোঁজ ছিলেন সুফিয়া খাতুন। 

ডিমলা থানার উপপরিদর্শক আফছার আলী বলেন, বেশ কিছুদিন ধরে দেখছি চাপানি বাজারের একটি গলিতে ওই বৃদ্ধা মানবেতর জীবন যাপন করছিলেন। তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকায় ঠিকানা ও পরিচয় ঠিকমতো বলতে পারছিলেন না। তাঁর দেওয়া আংশিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন থানায় খোঁজ-খবর নিয়ে পরিচয় নিশ্চিত করি। পরে তাঁকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে পরিবারের কাছে দেওয়া হয়। 

স্থানীয়রা বলেন, ওই বৃদ্ধা গত ৮ থেকে ৯ বছর ধরে চাপানি বাজারে অবস্থান করছেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। 

বৃদ্ধার ছেলে বাবুল হোসেন জানান, ৯ বছর আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তাঁর মা সুফিয়া খাতুন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে কোথাও পায়নি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, বীরগঞ্জ থানায় বৃদ্ধার ছবি পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা করা হয়। সেখানে থানার পুলিশের সহযোগিতায় তাঁর সঠিক পরিচয় পাওয়া যায়। পরে শুক্রবার রাতে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া দেওয়া হয়। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত