রবিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার আহমেদপুর ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ ইসাহাক আলীর সভাপতিত্বে ও তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান (আতা),বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,জোয়াড়ী সাবেক ইউপি চেয়ারম্যান ও জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব চাঁদ মাহমুদ,জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইসাহাক আলী মোল্লা, জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সজীব আহমেদ সতেজ সহ কলেজের প্রায় সকল শিক্ষক-শিক্ষার্থী।
সাংসদ আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, অগ্নিসন্ত্রাসীরা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা সেটা হতে দেবোনা।’