নাটোরের সিংড়ায় চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক মালামাল ও চুরি সময় ব্যবহার করা সরঞ্জাম সহ আটক করেছে সিংড়া থানা পুলিশ । রবিবার সকাল ০৯টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাট-সাঐল এলাকায় ভাই-ভাই রাইস মিল সংলগ্ন সিএনজি চালিত অটোরিকশা নিয়ে অবস্থান করা দেখে এলাকাবাসী সন্দেহ ভাজন অবস্থায় আটকে রেখে পুলিশে খবর দেন।
এসময়ে তাদের সাথে থাকা বৈদ্যুতিক টান্সফর্মার কয়েল সহ নানান সরঞ্জাম জব্দ করে থানার হেফাজতে রাখেন। আটককৃতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার পালই কান্দে গ্রামের আঃ রহিমের ছেলে মোঃ আলিফ হোসেন ও অপরজন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পার সাঐল গ্রামের আসিফ হোসেনের স্ত্রী মোছাঃ বেলী খাতুন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, এই চোরচক্রকে ধরার জন্য দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে আসছিলো আমাদের পুলিশ টিম। তাদের আটক করে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।