বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নাটোরে ধর্ষণ ও হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৩:৩৯ PM
নাটোরে অজ্ঞাত পরিচয় নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে স্বামী বেলাল হোসেন (৩৭) ও স্ত্রী জেসমিন খাতুনকে (২৭) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। এসময় আসামী জেসমিন খাতুন আদালতে উপস্থিত ছিলেন। আর অপর আসামী বেলাল হোসেন পলাতক রয়েছেন।

দন্ডপ্রাপ্ত বেলাল হোসেন সদর উপজেলার উলুপুর এলাকার জব্বার আলীর ছেলে এবং বেলাল হোসেনের স্ত্রী জেসমিন একই উপজেলার বালিয়া ডাঙ্গা এলাকার আলা উদ্দিনের মেয়ে।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান খান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১০ সালের ১১ জানুয়ারী নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নূর মোহাম্মদের আম বাগানে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ পাওয়া যায়। ওই মরদেহ উদ্ধার শেষে জব্দকৃত আলামতে জেসমিনের ছবি ও পাসপোর্ট পাওয়া যায়। এতে সন্দেহ জনক ভাবে জেসমিন খাতুনকে আটক করেন পুলিশ। পরে জেসমিনের স্বামী বেলাল হোসেন এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটকের চেষ্টা করেন পুলিশ। কিন্তু তাকে আটক করা যায়নি। 

এ ঘটনায় নাটোর সদর থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান জেসমিন ও তার স্বামী বেলাল হোসেনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। আর ঘটনার পর থেকে বেলাল হোসেন পলাতক রয়েছেন। পরে মামলাটি তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট প্রদান করেন। 

দীর্ঘ ১৩ বছর পরে ওই মামলার স্বাক্ষ্য প্রমান ও গ্রহণ শেষে আদালতের বিচারক স্বামী- বেলাল-স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। এছাড়া জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়। 

মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেন জানান বিশেষ পিপি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত