পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর পিরোজপুর এর উপ-পরিচালক অশোক কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সৈয়দ আজমল হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য শেখ মাহমুদা হোসেন দিনা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা জুথী প্রমূখ।
উপজেলা থেকে ৩০ জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন যুব সংগঠকদের নিয়ে যুবকদের ভূমিকা ও করণীয় সম্পর্কে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।