মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন কিনলেন মোটরসাইকেল মেকানিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪:১৬ PM
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে মোটরসাইকেল মেকানিক আওয়ামী লীগ নেতা বাবুল আহমেদ স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন।

এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। জানা গেছে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর দরিল্লা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রামপুর ইউনিয়ন তাতীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা শ্রমিক ইউনিয়ন হোন্ডা মেকানিক্যালের সাধারন সম্পাদক বাবুল আহেম্মেদ গতকাল উপজেলা ত্রিশাল নিবার্হী কর্মকর্তা জুয়েল আহমেদের নিকট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন।

স্বতন্ত্র এমপি প্রার্থী বাবুল বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ৩০/৩৫ বছর যাবৎ আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও নৌকার মনোনয়নপত্র কিনি নাই। জনগণ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা আমার পাশে থাকবেন। তাই আমি স্বতন্ত্রও প্রার্থী হয়েছি। ইতিমধ্যেই তিনি প্রত্যন্ত অঞ্চলে জনসাধারণের সাথে কৌশল বিনিময় করেন।

বাবুল আহেম্মেদ বলেন, এমপি নিবার্চিত হলে অসহায় দুস্থ্য মানুষের পাশে থেকে সকল সমস্যা সমাধান করবেন। তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত