আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট-৩ আসন এলাকার আওয়ামী লীগ পরিবার। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সংসদীয় আসন-১৮ তে নৌকার মাঝি হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমানের বিকল্প নেই বলে দাবি করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ পরিবারের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল বলেন, অগ্রগতির এই উন্নয়ন ধারাকে আরও বেগবান করতে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার জন্য জাতীয় সংসদে যোগ্যতম, জনবান্ধব ও সেবার মনোভাবাপন্ন ব্যক্তিত্বকে দলীয়ভাবে মনোনয়ন প্রদান করার জন্য আমরা বিশেষ রাজনৈতিক আবেগ পোষণ করি। সেক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান একজন জনপ্রিয়, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। লালমনিরহাট-৩ আসনে তার কোনো বিকল্প নাই।
লালমনিরহাট জেলার সদর উপজেলা, লালমনিরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলাম , জেলা যুবলীগ সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাঃ সম্পাদক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশ, সম্পাদক আরিফ ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।