শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
সাবেক সচিব ও এমপি দম্পতিসহ কক্সবাজারের চার আসনে মনোনয়ন নিলেন যারা
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৩২ PM আপডেট: ২১.১১.২০২৩ ৮:৪২ PM
তিন দিনে কক্সবাজার ৪ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রায় ১১ জন। 

তারা হলেন, বর্তমান সাংসদ শাহীন আক্তার ও তার স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র মাহাবুব মোরশেদ, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক এম এন এ এডভোকেট নুর আহমেদের পুত্র সোহেল আহমেদ বাহাদুর, সাবেক এমপি আব্দুল গণি পুত্র সাইফুদ্দিন খালেদ, উখিয়া-টেকনাফের জাতীয় পার্টির নেতা এম এ মঞ্জু ও পার্টির নেতা নুরুল আমিন সিকদার ভূট্রো, নারী নেত্রী মনোয়ারা বেগম মুন্নী ও উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির পুত্র দাবি করা মোঃ ইসহাক।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। শনিবার থেকে শুরু হওয়া মনোনয়ন ফরকার্যক্রম চলছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

সাবেক সাংসদ আব্দুর রহমান বদির দুদকের মামলা জটিলতা থাকলেও জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি। যদিও বা তিনি দলীয় মনোনয়ন না পান তবে তার পরিবারের মধ্যে কেউ না কেউ মনোনয়ন পাবে বলে গুঞ্জন শুনা যাচ্ছে।

চট্টগ্রামের বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক টিমের লিডার রাজা শাহ আলম কক্সবাজার ৪ আসন থেকে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন তাকে নিয়ে আওয়ামী লীগের পরিবারের মধ্যে এক ধরনের নমিনেশন পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে নিয়ে ফেসবুকে বিভিন্ন নেতাকর্মীরা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে এবারে আওয়ামী লীগের নেতা ও আওয়ামী লীগের পরিবারের জয় হবে জানান।

স্থানীয় ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বর্তমান সাংসদ শাহীন আক্তার, তার স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।

অন্যদিকে, এদিকে গুঞ্জন উঠেছে বর্তমান ও সাবেক এমপি দম্পতির পুত্র শাওন আরমানসহ আরো অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত