রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৪টি প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে জেলার পাংশা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাংশার নাদুরিয়া বাজার এলাকার বিশ্বাস এন্টারপ্রাইজ এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৫ হাজার টাকা, একই এলাকার হৃদয় স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৩ হাজার টাকা ও পাংশার কসবা মাঝাইল শিকদার মোড় বাজার এলাকার মেসার্স স্বপ্নিল স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৫ হাজার টাকা এবং পাংশার বহলাডাঙ্গা বাজারের মন্ডল এন্টারপ্রাইজের মালিককে ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ২ হাজার টাকা সহ ৪টি প্রতিষ্ঠানের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।