বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
টাঙ্গাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৩৮ PM
টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উৎযাপন করা হয়।

বাদক দলের ব্যাদ্যসহ সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরতে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন ও চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
শারীরিক কসরত প্রদর্শন

শারীরিক কসরত প্রদর্শন










এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়ারের, স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানসহ সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবৃন্দ।

এসময় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশী প্রশিক্ষত ও শক্তিশালী। বিদেশি যেকোন শত্রুর আক্রমন প্রতিহত করতে তারা দক্ষতা অর্জন করেছে। দেশ-বিদেশের শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত