নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে মো.দ্বীন ইসলাম নামের (৫০) কৃষক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাও গ্রামে। নিহত কৃষক ওই এলাকার আব্দুল বারেকের ছেলে।
নিহতের ভাতিজা খাইরুল ইসলাম জানান, আমিসহ বেশ কয়েকজন পার্শ্ববর্তী একটি ইটভাটায় কাজ করছিলাম । এমন সময় খবর পাই, চাচা শুকিয়ে যাওয়া পুকুরে সেচ দিচ্ছিলেন, সেই সময় সেখানে বিদ্যুৎস্পর্শে আহত হয়ে পানিতে পড়ে যান। এই খবর পেয়ে দ্রুত এসে চাচাকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই সে মারা যায়।
এব্যাপারে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার পলাশ সাহা জানান, বিদ্যুৎস্পর্শে দ্বীন ইসলাম, এখানে নিয়ে আসার পূর্বেই সে মারা গেছেন। আমরা শুধু ঘোষণা করেছি মাত্র।
আশুজিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলী বিদ্যুৎস্পর্শে কৃষক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দু:খজনক।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ এনামুল হক বিদ্যুৎস্পর্শে কৃষক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় কোন অভিযোগ না থাকায় লাশ মঙ্গলবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।