মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
পটুয়াখালী-৩ আসনের আ'লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন যারা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ২:৩৮ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে অংশ নিতে দলীয় মনোনয়নের জন্য ১১৩ পটুয়াখালী -৩ (দশমিনা-গলাচিপা) আসনে ২১ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। 

বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা,পটুয়াখালী জেলা আ'লীগের সভাপতি কাজী আলমগীর, দশমিনা উপজেলা আ'লীগের সভাপতি আবদুল আজীজ, সাধারণ সম্পাদক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, লেঃ জেনারেল (অবঃ) আবুল হোসেন, গলাচিপা উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের পুত্র আ স ম জাওয়াদ সুজন, অ্যাড. ফখরুল ইসলাম মুকুল, ফোরকান মিয়া, এস এম ফজলুল হক, তসলিম সিকদার, শওকত হোসেন , ইকবাল হোসেন জমাদ্দার,মাহমুদ হোসেন বাবুল চৌধুরী, আব্দুল সালাম, আহসানুল হক তুহিন,ইসকান্দার আলী, আরিফুল রহমান টিটু, জি এম কাওসার ইসলাম সোহেল, মাওলানা সাইফুল ইসলাম,হিরন আহমেদসহ ২১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে গত মঙ্গলবার বিকেল পর্যন্ত জানা গেছে।

আওয়ামী লীগের এসব দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঢাকায় দলের কেন্দ্রীয় অফিস থেকে দলীয় ফরম সংগ্রহ করে দলীয় মনোনয়ন পেতে হাইকমান্ডের কাছে দৌড়-ঝাপ করছেন। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অবস্থানের কথা তুলে ধরে বলেন , দলের হাইকমান্ডের কাছে তাঁরা মনোনয়ন চেয়েছেন দল পছন্দ করে যাকে মনোনয়ন দিবে ব্যক্তির জন্য না হলেও তাঁরা নৌকার পক্ষে কাজ করবেন বলে জানান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত