মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নীলফামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে ইন্টার জেনারেশনাল ডায়লগ অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:১৯ PM
‘প্রজনন স্বাস্থ্য সেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে ইন্টার জেনারেশনাল ডায়লগ’ নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২২ নভেম্বর) দুপুরে ইয়েস বাংলাদেশ আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ডায়লগে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা।

এতে ডায়লগ বিষয়ক তথ্য চিত্র উপস্থাপন করেন ইয়েস বাংলাদেশ প্রতিনিধি নাইমুর রহমান।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জাহানারা বেগম, নিকাহ রেজিস্ট্রার কাজেম আলী, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জারিন সুবাহ আকতার আস্থা বক্তব্য দেন।

ডায়লগে জেন্ডার বৈষম্য দুরীকরণ, নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোরীদের খেলার পরিবেশ সৃষ্টি, বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক ও ক্রীড়া উপকরণ সরবরাহসহ ইনডোর স্টেডিয়াম স্থাপনের আহবান জানান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংগঠন প্রতিনিধিরা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত