ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় গণ-পাঠাগারে আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।
বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনাজ, সহ-সভাপতি মোহাম্মদ জহিরুল হক (জ ই বুলবুল), মোহাম্মদ হোসেন শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, এসএ রুবেল প্রমুখ।
প্রধান অতিথি নবীনগর প্রেসক্লাবকে ফাদার সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদের গতিশীল কার্যক্রম অব্যাহত রাখতে আহ্বান জানান এবং প্রেসক্লাবের জায়গা সম্প্রসারিত করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় নবীনগর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।