নড়াইলের লোহাগড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিনামুল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের চত্বরে উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪ হাজার ৫ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক দীপক কুমার রায়, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সহকারী কৃষি কর্মকর্তা প্রবির কুমার, এনায়েত হোসেন, ফরিদ আহমেদ প্রমুখ।