শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই : ইসি রাশেদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৩:৫৬ PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভা শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই। 

আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি কিংবা অন্য দলগুলো নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলে ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা কতটুকু- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ভোটগ্রহণের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আর ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই।

রাশেদা সুলতানা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিজিবি, র‌্যাব, পুলিশ আছে। যদি প্রয়োজন হয় তবে সেনাবাহিনীও মাঠে নামানো হবে।

এর আগে গত সোমবার রাজধানীতে নির্বাচন ভবনে ইসি রাশেদা সাংবাদিকদের বলেছিলেন, ‘তারা (বিএনপি) যদি এই তফিসলের মধ্যেই নির্বাচনে আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই। এ ছাড়া, যদি বাড়ানোর (সময়) প্রয়োজন হয়, আমরা বাড়াবো।’

ইসি রাশেদা সুলতানা আরো বলেছিলেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে। আমার জানামতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন।

অংশ নিতে চাইলে কীভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা আলোচনা করবো। আইন-কানুন দেখবো, এরপর যে সিদ্ধান্ত হয়।’

শুক্রবার রংপুরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত