স্বরূপকাঠিতে কন্যা ও নারী নির্যাতন প্রতিরোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি জেলা শাখা নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি শাখার সভাপতি লাইলি জাহান এর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ মিঠু, ফয়সাল হাসান, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য মিরা চৌধুরী , বাংলাদেশ মহিলা পরিষদ স্বরূপকাঠি শাখার সহ সাধারণ সম্পাদক মালতী বোস,পুতুল রানী সিংহ নিছিরা রেখা, লিগ্যাল এইড সম্পাদক খনা চন্দ, সাংগঠনিক সম্পাদক নার্গিস জাহান, অর্থ সম্পাদক বর্নালী কর, প্রশিক্ষন সম্পাদক মিথিলা আক্তার, সদস্য বিউটি মিত্র, সাংবাদিক, কাউন্সিলর বৃন্দ প্রমূখ।
প্রত্যেক বক্তা নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, ধর্ষণ ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরেন এবং তা প্রতিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। উল্লেখ্য, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং কন্যা ও শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্য সারা বিশ্বে প্রতি বছর ২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেও বক্তব্য উপস্থাপন করা হয়।