সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সপ্তম বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ এএসআই কামরুল
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৩:৫৯ PM
বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় সপ্তমবারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার এএসআই কামরুল আরেফিন চৌধুরী। 

শনিবার (২৫ নভেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে  জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতায় অক্টোবর- ২০২৩ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে মাটিরাঙ্গা থানার এএসআই কামরুল আরেফিন চৌধুরী'র নাম প্রকাশ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম। 

একইসময় মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ১১৫২ লিটার চোলাই মদ ও একটি রেজিষ্ট্রেশন বিহীন মিনি-পিকআপ উদ্ধার সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করায় পুলিশের আইজিপি কতৃক পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। 

এ অর্জনকে মাটিরাঙ্গা থানার ওসি ও সকল অফিসারের জন্য উৎসর্গ করে কামরুল আরেফিন চৌধুরী বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয় মাটিরাঙ্গা থানার সকল অফিসার, পুলিশ সদস্যদের ও জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার মান্যবর পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি।

কামরুল আরেফিন চৌধুরী সপ্তম বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা দর পিপিএম'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত