শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা আবাসিক ভবন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:১০ PM
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় তৈয়বিয়্যা হাউজিং সোসাইটির একটি ৪ তলা আবাসিক ভবন হেলে পড়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে খোরশেদ ম্যানসন নামের ভবনটি হেলে যায়।  সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ভবন হেলে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলে যাওয়া ভবনসহ পাশের আরো একটি ভবন খালি করে ঘিরে রেখেছ।

বায়েজিদ সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কামরুজ্জামান বাংলাদেশ বুলেটিনকে বলেন, তৈয়বিয়া হাউজিং এর একটি চারতলা ভবন হেলে পড়ার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। দুটি ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে৷

ভবনের বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, ভবনটির উত্তর পাশে চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের একটি খাল খনন কাজ চলছিলো। খাল কাটার সময় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ায় ভবনের নীচের মাটি সরে যাওয়ায় এই হেলে যাওয়ার ঘটনাটি ঘটেছে৷ এই বিষয়ে খাল কাটার কাজে নিয়োজিত দ্বায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া না গেলেও ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরাও খাল কাটার ফলে ভবনটির নীচের মাটি সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন৷ 

উল্লেখ্য ইতিপূর্বে এই খাল খনন প্রকল্পের কাজ চলাকালে নগরীতে একাধিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে৷ 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত