শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চুরির ৩ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল উদ্ধার, মালিককে হস্তান্তর
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৯:১২ PM
চুরি হওয়ার ৩ ঘন্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে খুলনা খানজাহান আলী থানা পুলিশ। দ্রুত মোটরসাইকেল উদ্ধার করতে পেরে খুশি পুলিশ ও ভুক্তভোগী মালিক।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে একটি Honda CB Hornet মোটরসাইকেল চুরি হয়। এর কিছুক্ষণের মধ্যেই কেএমপি’র কন্ট্রোলরুমের মাধ্যমে সকল থানা ও ফাঁড়িকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চুরির বিষয়টি অবহিত করা হয়।

চুরি হওয়ার ৩ ঘন্টা পর বিকেল আনুমানিক ৪ টার দিকে খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুল হুদা নাঈম সঙ্গীয় ফোর্স হেলাল উদ্দিন ও মোটরসাইকেলের মালিকসহ খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি গিলাতলা রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে।

সেখান থেকে মোটসাইকেলটি উদ্ধার করে খানজাহান আলী থানায় এনে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত