পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ (স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শো-ডাউন করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
এসময় তারা এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষে নানান শ্লোগানও দেয়।
রবিবার রাতে উপজেলার বাসষ্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ন আহবায়ক আল আমিন সরদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুর-২ আসন বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে অনেক বেশী শক্তিশালী। তারা বিগত দিনে এ আসনের তিন উপজেলায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরাসহ নিজেদের ব্যক্তিগত অর্থায়নেও অনেক কাজ করেছেন।
এ আসনে মহিউদ্দিন মাহরাজের কোন বিকল্প নেই। তাই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসনে মহিউদ্দিন মহারাজকে দেওয়ার দাবী জানাচ্ছি। তা না’হলে পিরোজপুর-২ আসনে মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আর সাধারণ জনগণ স্বতফূর্তভাবে তাকেই ভোট দিয়ে বিজয়ী করবে।